নিজস্ব প্রতিনিধি,পশ্চিম মেদিনীপুর: ঘন কুয়াশায় ভয়াবহ দুর্ঘটনা ঘটলো পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা রাজ্য সড়কে। দুর্ঘটনার স্থলেই মৃত্যু হয় অ্যাম্বুলেন্স চালকের।সোমবার বেলদা-উড়িষ্যা ৬০ নম্বর জাতীয় সড়কের দাঁতন থানার অন্তর্গত বামনপুকুর এলাকায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে । রোগী নিয়ে যাওয়ার পথে একটি কন্টেনারের পেছনে ধাক্কা লেগে প্রাণ হারালেন অ্যাম্বুলেন্স চালক। আহত হয়েছেন চারজন যাত্রী।পুলিশ সূত্রে জানা গেছে, চন্দ্রকোনার তাতরা এলাকা থেকে চারজন রোগীকে নিয়ে অ্যাম্বুলেন্সটি ভুবনেশ্বর AIIMS হাসপাতালে যাচ্ছিল।
তবে বামনপুকুর এলাকায় ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় অ্যাম্বুলেন্সটি একটি কন্টেনারের পেছনে সজোরে ধাক্কা মারে। ফলে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।খবর পেয়ে দাঁতন থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারজন আহত রোগীকে উদ্ধার করে। তাদের রক্তাক্ত অবস্থায় দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।
পুলিশের প্রাথমিক অনুমান, ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকাই এই মর্মান্তিক দুর্ঘটনার মূল কারণ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।