নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড গোবিন্দপুর এলাকায় তৃণমূল কাউন্সিলর অভিজিৎ রায়ের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা পার্থসারথী নাগের দাবি, তাঁর নিজস্ব জমিতে নির্মাণকাজে বাধা দিতে গিয়ে কাউন্সিলর হুমকি দেন এবং তাঁর ভাই সিদ্ধার্থ নাগকে মারধর করেন।পার্থসারথী নাগ জানিয়েছেন, নিজের জমিতে নার্সিংহোম নির্মাণের জন্য টিনের শেড দিচ্ছিলেন তিনি।
কাউন্সিলর আগে কাজ বন্ধ রাখতে বললেও কোনো নোটিশ না দিয়ে মঙ্গলবার আবার এসে জোর করে কাজ বন্ধ করেন এবং চিৎকার-চেঁচামেচি শুরু করেন। তাঁর অভিযোগ, কাউন্সিলর অনৈতিক দাবি পূরণ না করায় ক্ষুব্ধ হয়ে এমন আচরণ করেছেন।ঘটনার সময় সিদ্ধার্থ নাগ অসুস্থ হয়ে পড়লে তাঁকে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পার্থসারথী নাগ ও তাঁর ভাই জানিয়েছেন, পৌরসভা বা ইঞ্জিনিয়ার কোনো নোটিশ না দিয়েই কাউন্সিলর নিজে কাজ বন্ধ করতে এসে হুমকি দেন। তাঁরা পুলিশের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছেন।
অন্যদিকে, তৃণমূল কাউন্সিলর অভিজিৎ রায় অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, বেআইনি নির্মাণ বন্ধ করতে গিয়ে উত্তেজিত হয়ে চেঁচামেচি করেছেন ঠিকই, তবে মারধরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, “ড্রেন দখল করে কাজ হচ্ছিল, ইঞ্জিনিয়ারকে ডেকে নির্দেশ দেওয়া হয়েছিল নিয়ম মেনে কাজ করতে। কিন্তু তা না করায় আমি বাধা দিয়েছি।”ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তৃণমূলের ওয়ার্ড কাউন্সিলরের ভূমিকা এবং পৌরসভার ইঞ্জিনিয়ারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।