নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার খরগপুর টাউন থানার অন্তর্গত আরামবাটি এলাকায় সেলফি তুলতে গিয়ে দু’জন স্কুল পড়ুয়া জলে তলিয়ে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। দুর্ঘটনায় নিহত দুই তরুণের নাম আকাশ সিং চৌহান (১৭) এবং সঞ্জীব রাও (১৯)। তারা খরগপুরের নিমপুরা ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং হিতকরণী হাইস্কুলের শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে তারা চার বন্ধু মিলে আরামবাটির মোরামখাদানে স্নান করতে যায়। স্নানের সময় আনন্দের সঙ্গে সেলফি তুলতে গিয়ে আকাশ এবং সঞ্জীব জলে তলিয়ে যায়। বাড়ি না ফেরায়, দুই পরিবারের সদস্যরা তাদের খোঁজে বের হয় এবং পরে বাকি দুই বন্ধুর কাছ থেকে পুরো ঘটনা জানতে পারে। এরপর তারা পুলিশকে খবর দেয় এবং ঘটনাস্থলে পৌঁছায়।পুলিশ এবং দমকল বাহিনী বৃহস্পতিবার রাত থেকেই উদ্ধার কাজ শুরু করে, তবে দীর্ঘ সময় পরেও দুই ছাত্রের কোনও খোঁজ মেলেনি। পুলিশের কাছে পাওয়া তথ্য অনুযায়ী, ডুবুরি নামিয়ে তাদের তলিয়ে যাওয়া দেহ অনুসন্ধান করা হচ্ছে।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সাঁতার না জানার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল থেকেই আবার উদ্ধার কাজ চালানো হচ্ছে। উদ্ধারকারী দল এবং প্রশাসনের তরফে জানানো হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব দেহগুলি জলাশয় থেকে তুলে আনা হবে।