এখনই শেয়ার করুন।

Suddenly a bamboo pole floated in Debra’s Khanamohan area, a young man jumped into the river.

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ঘূর্ণিঝড় দানার প্রভাব! টানা বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলার কাঁসাই নদীর জলস্তর হঠাৎ করেই বেড়ে গেছে, যার জেরে ঘটে গেছে বিপত্তি। জেলার ডেবরার খানামোহন এলাকায় বাঁশের সাঁকো ভেসে গেছে নদীর স্রোতে। এই ঘটনা ঘটে তখনই যখন কিছু স্থানীয় মানুষ সেই সাঁকো দিয়ে পারাপার করছিলেন। নদীর জল এতটাই তীব্র ছিল যে, বাঁশের সাঁকো আর সেই স্রোতের ধাক্কা সামলাতে পারেনি।এই ভয়াবহ ঘটনার মধ্যেই প্রাণ বাঁচাতে এক যুবক ভরা নদীতে ঝাঁপ দিয়ে দেয়। নদীর তীব্র স্রোত তার জীবনকে বিপন্ন করে তোলে। কিন্তু তিনি হার মানেননি।

স্থানীয় মানুষজন আতঙ্কিত অবস্থায় তার দিকে তাকিয়ে ছিলেন। তবে কয়েক মুহূর্তের মধ্যেই যুবকটি সাঁতরে নদীর তীরে পৌঁছায়। বিপদজনকভাবে বেড়ে যাওয়া জলস্তরের কারণে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে এবং এলাকাবাসীদের সাবধান থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে প্রশাসনের তরফে, এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার প্রস্তুতি নেওয়া হয়েছে।আবহাওয়া অফিসের বার্তাআগামী কয়েকদিনেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যার ফলে নদীর জল আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রশাসনের তরফ থেকে সাধারণ মানুষকে সাবধানে থাকার অনুরোধ জানানো হয়েছে, বিশেষত যারা নদীর তীরবর্তী এলাকায় বসবাস করছেন। বর্তমান পরিস্থিতির কারণে নৌকা ও বাঁশের সাঁকো ব্যবহার থেকে বিরত থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *