দীর্ঘ দশ বছর ধরে মেরামতের অভাবে জরাজীর্ণ দশায় থাকা দাসপুরের রাজনগর এলাকার শিলাবতী নদীর কালসবা বাঁধ মেরামতের দাবিতে মঙ্গলবার সকালে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করলেন এলাকার বাসিন্দারা।
এদিন সকালে হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে রাজ্য সড়কের উপর জড়ো হন বিক্ষোভকারীরা।টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভকারীরা যানবাহন চলাচল বন্ধ করে দেন।বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
বিক্ষোভকারীদের দাবি, দ্রুত কালসবা বাঁধ মেরামত করা হোক।বর্ষার আগে বাঁধ মেরামত না হলে বন্যার ঝুঁকি বেড়ে যাবে।দীর্ঘদিন ধরে বাঁধ মেরামতের জন্য আবেদন করলেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি।তাঁদের আরও দাবি,দীর্ঘদশ বছর ধরে কালসবা বাঁধটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে।বারবার বাঁধ মেরামতের জন্য আবেদন করা হলেও প্রশাসনের পক্ষ থেকে উদাসীনতা দেখানো হচ্ছে।পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ থেকে পিছু হটে।