এখনই শেয়ার করুন।

The teachers’ society is also protesting strongly on Teachers’ Day.

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : আজ ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। গোটা দেশ তথা রাজ্যজুড়ে পালিত হচ্ছে শিক্ষক দিবস।ডক্টর সর্বপল্লী রাধা কৃষ্ণন এর জন্মদিনে প্রতিটা স্কুলে শিক্ষক দিবস মহাসমারহে উদযাপন করা হলেও শিক্ষক দিবসে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষা কর্মীরা আরজি করের নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভে নেমেছেন।

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের পশং হাই স্কুলে শিক্ষক দিবসে প্রতিবাদ দেখালেন শিক্ষক ও শিক্ষা কর্মীরা।তাঁদের বুকে ‘We Want Justice, Justice for RG Kar’ লেখা ব্যাজ পরে তাঁরা তাঁদের ক্ষোভ প্রকাশ করেছেন। বিদ্যালয়ের এক শিক্ষক কিংকর অধিকারী জানিয়েছেন, যতদিন এই ঘটনার সুষ্ঠু বিচার হবে না, ততদিন এই আন্দোলন আরো জোরদার হবে। আজকের এই বিশেষ দিনে শিক্ষক সমাজ এইভাবে তাঁদের দাবি সকলের দৃষ্টি আকর্ষণের জন্য তুলে ধরলেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *