এখনই শেয়ার করুন।

A minor died in the fire and explosion in the sweet shop due to short-circuit.

সুপর্ণা ভাদুড়ী: ভোরেরবেলা শর্ট সার্কিট থেকে আগুন ধরে গেল বন্ধ থাকা একটি মিষ্টির দোকানে। ভয়ংকর আগুন বুঝতে পেরে প্রতিবেশীরা বাড়ির বাইরে আসতেই দোকানে মজুদ সিলিন্ডারে বিস্ফোরণ। বিস্ফোরিত সিলিন্ডারের টুকরো ছিটকে এক নাবালকের পেটে লাগার পর ঘটনাস্থলেই মৃত্যু। তারপরেও পুড়ে গেল ছটি দোকান দুটি বাড়ি। ভয়ংকর ঘটনা ঘটল মেদিনীপুর শহরের গেটবাজার এলাকায় বৃহস্পতিবার ভোরে।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, রাত সাড়ে তিনটার পর হঠাৎ গেটবাজার এলাকায় রাস্তার ওপরে থাকা একটি মিষ্টির দোকানে কোন ভাবে আগুন লেগে গিয়েছিল। আগুন ক্রমে ছড়িয়ে পড়ছিল পাশাপাশি দোকান ও বস্তির বাড়ি গুলিতে। ঘুমন্ত প্রতিবেশীরা বুঝতে পেরে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আসেন। বাড়ির বাইরে এসে কি হয়েছে বোঝার চেষ্টা করার সময় ওই মিষ্টির দোকানে মজুদ গ্যাস সিলিন্ডারে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। আগুন দেখতে ভিড়ে দাঁড়িয়ে থাকা এক নাবালকের পেটে সিলিন্ডারের অংশ ছিটকে এসে লাগে। সেখানে রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়ে না বালক।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মেদিনীপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত ওই নাবালকের নাম প্রভাত রানা (৯)। অন্যদিকে আগুন সিলিন্ডার বিস্ফোরণের পর আরো ভয়ঙ্কর আকারে ছড়াতে থাকে।

প্রচুর দোকানে ভর্তি গেট বাজার এলাকাতে পরপর সারি দিয়ে থাকা দোকানগুলিতে আগুন ছড়াতে থাকে। খবর পেয়ে সেখানে ছুটে আসে দমকলের ইঞ্জিন। বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও এই ঘটনায় ছটি দোকান ও দুটি পাশে থাকা বাড়ি পুড়ে গিয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *