The body of an unidentified person was recovered from the side of the railway line.
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার বালিচক রেল স্টেশন সংলগ্ন এলাকায় রেলের ধাক্কায় মৃত্যু হল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির।রবিবার দুপুর নাগাদ বালিচক রেলস্টেশন থেকে কিছুটা অদূরে রেল লাইনের পাশে মাথা থেঁতলানো দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মারফত খবর দেওয়া হয় রেল পুলিশকে।
খবর পেয়ে বালিচক থেকে জিআরপি ও রেল আধিকারিকেরা দেহ উদ্ধার করে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। স্থানীয়দের ধারণা ওই ব্যাক্তি আত্মহত্যা করেছে। তবে মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখছে রেল পুলিশ।