ভোট প্রাক্কালে ফের উত্তপ্ত হওয়া সবংয়ে! মিথ্যে মামলায় বিজেপি কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে উত্তেজনা ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার সবং এলাকায়।বিজেপি নেতৃত্বের অভিযোগ, মিথ্যে মামলা দিয়ে পুলিশ তাঁদের কর্মীকে গ্রেফতার করেছে। এই ঘটনার পরেই প্রতিবাদে সরব হন বিজেপি শিবির।
জানা গিয়েছে,সবং ব্লকের ১৩ নং এর বুথ সভাপতি মানিক ভঞ্জ কে মিথ্যা কেস দিয়ে রবিবার রাত্রি বেলা সবং থানার পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তারই প্রতিবাদে সকাল থেকেই বিক্ষোভ শুরু করেন বিজেপি নেতৃত্বরা।যতক্ষণ না তাঁদের কর্মীকে মুক্তি হচ্ছে , ততক্ষণ লাগাতার বিক্ষোভেরও হুশিয়ারী দেওয়া হয়।এদিকে সোমবার সবং ব্লকের ৮নং অঞ্চল সহ একাধিক এলাকায় নির্বাচনী প্রচার সারছিলেন ঘাটাল লোকসভা বিজেপির মনোনীত প্রার্থী ড: হিরন্ময় চট্টোপাধ্যায় (হিরণ)। তিনি এ খবর পেতেই তড়িঘড়ি সবং থানায় পৌঁছায়। মিথ্যে কেসে ফাঁসানো দলীয় কর্মীকে মুক্তির দাবিতে থানার সামনেই দলীয় কর্মীদের নিয়ে ধর্নায় বসে পড়েন।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিরণ বলেন, “সবং ব্লকের ১৩ নং অঞ্চলের আমাদের এক সক্রিয় কার্য ওকর্তা মানিক ভঞ্জ কে মিথ্যে কেসের মামলা দিয়ে মমতার দলদাস পুলিশ কালকে রাত্রি 2টার সময় আরেস্ট করেছে।যে ১০০ দিনের ২ লক্ষ কোটি টাকা পিসি ভাইপো চুরি করেছে CAG রিপোর্ট অনুযায়ী সেই দু লক্ষ কোটি টাকা ফেরত দেওয়ার কথা বুথ সভাপতি মানিক ভঞ্জ এমন উক্তি করার পর, তৃনমূলের হার্মাদ বাহিনীরা তাকে ব্যাপক মারধর করে। তৃণমূলের গুণ্ডাবাহিনীর হাতে যিনি মার খেলেন, অত্যাচারিত হলেন, মাঝরাতে পুলিশ গিয়ে তাঁকেই অ্যারেস্ট করে নিয়ে আসা হল। সেই খবর পেয়ে থানায় পৌঁছলে আমাদেরও থানায় ঢুকতে বাধা দেওয়া হয়। প্রায় আড়াইশ জন আমাদের দলীয় কর্মীরা শহীদ হয়েছেন।আর প্রাক্তন সংসাদ মিথ্যে কথার সাথে বেশ ভালো অভিনয় করে যাচ্ছেন।
দশ বছর ধরে সবংয়ের মানুষ অত্যাচারিত হয়েছে।আজ এটাই তার প্রমাণ। আমরা সকাল থেকেই বসে আছি। আমাদের দলীয় কর্মীকে যতক্ষণ না ছাড়া হবে, আমরা থানার সামনে বসে থেকেই লাগাতার বিক্ষোভ অবস্থান চালিয়ে যাবো।”