মাঝরাতে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হল একজনের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ২টো নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ৬০ নং জাতীয় সড়কের খাটরাঙ্গা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে উড়িষ্যা থেকে কলকাতাগামী বাসটি এদিন মাঝ রাতে ৬০ নং জাতীয় সড়কের খাটরাঙ্গা এলাকায় একটি দাড়িয়ে থাকা ডাম্পারের পেছনে গিয়ে সজরে ধাক্কা মারে যাত্রীবাহী বাসটি এরপর নিয়ন্ত্রণ হারিয়ে পাশেই উল্টে যায়।বাসে প্রায় ৪৪ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় খড়গপুর লোকাল থানার পুলিশ ও জাতীয় সড়ক সহায়তা টিম। তারা দ্রুত উদ্ধার করে আহত বাস যাত্রীদের চিকিৎসা কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বাসের চালক ঘুমিয়ে পড়ার কারনেই এই দুর্ঘটনাটি ঘটে। সেই সময় বাসের প্রায় সকল যাত্রীরাও ঘুমন্ত অবস্থায় ছিলেন। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত সকলকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কা জনক।বুধবার দুপুর নাগাদ দুর্ঘটনা গ্রস্থবাসটিকে উদ্ধার করে পুলিশ।