হাতে গোনা আর মাত্র একটা দিন বাকি। বৃহস্পতিবার ষষ্ঠ দফা নির্বাচনে প্রচারের শেষ দিন। তার আগেই স্বমহিমায় ফিরল কেশপুর!কেশপুরে গ্রেফতার হলো ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তথা কেশপুরের বিজেপি নেতা তন্ময় ঘোষ।এদিন দুপুর প্রায় সাড়ে বারোটা নাগাদ বিজেপি নেতা কে গ্রেফতার করে কেশপুর থানার পুলিশ। ঘটনাকে ঘিরে শুরু হয় শোরগোল।এরপর প্রচারের মাঝেই এ খবর কানে পৌঁছতেই কেশপুর থানায় দলীয় কর্মীদের সাথে নিয়েই উপস্থিত হন ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরন চট্টোপাধ্যায়।
এরপর পুলিশ আধিকারিকদের প্রশ্ন ছুঁড়ে দেন কেন বিজেপি নেতা কে গ্রেফতার করা হয়েছে!এরপর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হিরন বলেন, “পুলিশ অফিসারদের কিছু করার নেই, সব নবান্ন থেকে কন্ট্রোল করা হচ্ছে।ওপরতলা ওদের চাপ দিয়ে করাচ্ছে। তৃনমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে তাই পুলিশ লাগিয়ে বিজেপি কর্মী ও নেতাদের মিথ্যে কেস দিয়ে ঘৃণ্য খেলায় মেতেছে তৃণমূল, ভোট বাক্সে মানুষ এর জবাব দেবে”
বিজেপি শিবিরের আরও দাবি,পুলিশের সামনেই তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা, চলন্ত বাইকে বিজেপি কর্মীদের উপর লাঠি সোটা নিয়ে চড়াও হয় এমনকি মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে ক্ষোভ বিজেপির তরফে। ভোট লগ্নের প্রাক্কালে ফের রাজনৈতিক উত্তেজনা চড়চড়িয়ে বাড়ছে কেশপুরে!