এখনই শেয়ার করুন।

স্বাস্থ্য দপ্তরে অস্থায়ী পদের ভুয়ো নিয়োগ পত্র নিয়ে চাকরিতে যোগ দিতে এসে বিপাকে পড়লেন এক মহিলা চাকরি প্রার্থী। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কাছে কাজে যোগ দেওয়ার জন্য ওই নিয়োগপত্র দেখাতে গেলে সন্দেহ হয় কর্তৃপক্ষের। ভূয়ো নিয়োগ পত্র নিয়ে স্বাস্থ্য দপ্তরে কাজে যোগ দিতে এসেছে বলে জানিয়েছেন সিএমওএইচ সৌম্য শঙ্কর ষরঙ্গী।মেদিনীপুর শহরের বিধান নগরের এক বাসিন্দা কৌশিক ঘোষ নামে এক ব্যক্তি ওই নিয়োগপত্র ওই মহিলাকে দিয়েছিল এক লক্ষ টাকার বিনিময়ে বলে জানতে পারে স্বাস্থ্য দপ্তর।

পুরো বিষয়টি কোতোয়ালি থানায় জানিয়েছেন জেলা স্বাস্থ্য দপ্তরে আধিকারিক। উল্লেখ্য, সোমবার সকালে আনন্দপুরের বাসিন্দা ওই মহিলা নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিতে যান কেশপুরের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। গোটা বিষয়টি নিয়ে সন্দেহ হয় স্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের। তৎক্ষণাৎ ওই মহিলাকে জেলা স্বাস্থ্য দপ্তরের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন কেশপুরের স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিকরা। সেইমত ওই মহিলা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর দপ্তরে এলে প্রকাশ্যে আসে পুরো বিষয়টি।জানা গিয়েছে, স্বাস্থ্য দপ্তরের ভুয়ো নিয়োগপত্র নিয়ে এর আগেও চাকরিতে যোগ দিতে আসেন কয়েকজন।

সেক্ষেত্রেও মেদিনীপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এবার একইভাবে ভুয়ো নিয়োগপত্র প্রকাশ্যে আসায় পুলিশের দারস্থ হচ্ছেন জেলার মুখ্য-স্বাস্থ্য আধিকারিক। এই ঘটনায় বড় কোনো চক্রের যোগ থাকতে পারে বলেও মনে করছেন সিএমওএইচ। প্রাথমিকভাবে যে মহিলা কাজে যোগ দিতে এসেছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। ঘটনা কে ঘিরে শোরগোল পড়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের অন্দরে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *