In a cruel irony of fate, Ekratti’s life was extinguished,Chandrakona
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের শোলা টু গ্রামে মর্মান্তিক এক দুর্ঘটনায় পুকুরের জলে ডুবে প্রাণ হারাল এক নাবালক শিশু।বাড়ির উঠানে খেলতে গিয়ে দুই বছরের বনি আমিন সরকার নামে শিশুটি বাড়ির সামনে পুকুরে পড়ে যায়।
প্রতিদিনের মতো বাড়ির মহিলারা ঘরের কাজে ব্যস্ত ছিলেন, এবং শিশুটি কোথাও দেখা না মেলায় বাড়ির লোকেরা খোঁজাখুঁজি শুরু করেন। শিশুটির মামার বাড়ি সহ বিভিন্ন জায়গায় খোঁজ করার পরও তার কোনও সন্ধান পাওয়া যায়নি।প্রায় আধঘণ্টা পরে, পরিবারের এক মহিলার নজরে আসে পুকুরে কিছু ভাসছে। সেখানে গিয়ে দেখেন শিশুটির নিথর দেহ জলে ভাসছে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তবে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বনি আমিন সরকার বাড়ির সামনে খেলার সময় পুকুরে পড়ে যায়, এবং সেই কারণেই এই দুর্ঘটনা ঘটে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির পরিবারের পাশাপাশি প্রতিবেশীরাও শোকাচ্ছন্ন।