He went down the road with the warning of a larger movement BHARAT JAKAT MAJHI PARGANA MAHAL.
শান্তনু রায়, কেশিয়াড়ী: দ্রুত দোষীরা শাস্তি না পেলে ও দোষীদের ধরতে না পারলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে পথে নামলো এবার ভারত জাকাত মাঝি পারগনা মহল।আরজিকর হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসককে নিশংসভাবে হত্যা ও পূর্ব বর্ধমানের আদিবাসী মহিলার উপর নির্যাতন, তারই প্রতিবাদ জানিয়ে আজকে পথে নামল সারা ভারত আদিবাসী জাকাত মাঝি পারগনা মহল।
মঙ্গলবার সকাল থেকে রাজ্য জুড়ে সুবিচারের দাবিতে পথে নেমেছে আদিবাসী সংগঠন সেই মতো পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ীতে ও রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ চালালো সংগঠনের পক্ষ থেকে,দাবি আরজিকর ও পূর্ব বর্ধমানে আদিবাসী মহিলার উপর নির্যাতন, অবিলম্বে দোষীদের শাস্তি ও রাজ্যে নারী নিরাপত্তা দাবি তোলা হয় এদিনের বিক্ষোভ থেকে।
আদিবাসী সংগঠনের আন্দোলনের জেরে ব্যাহত যানচলাচল,বাস থেকে প্রাইভেট গাড়ি ভোগান্তিতে সাধারণ মানুষ,সকাল থেকে কেশিয়াড়ী বাসস্ট্যান্ড এ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে সংগঠনের ।