এখনই শেয়ার করুন।

রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার বালিচক রেল স্টেশনের দুই এবং তিন নম্বর প্লাটফর্মের পূর্ব দিকে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে মারাত্মক জখম এবং অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন তৎক্ষণাৎ বালিচক স্টেশন উন্নয়ন কমিটির কার্যনির্বাহী বডির অন্যতম সদস্য ডাক্তার সুশান্ত কুমার বেরা এবং শিক্ষক তারাপদ ভট্টাচার্য রেলের আরপিএফকে জানান এবং দ্রুত যাতে তার চিকিৎসার ব্যবস্থা হয় তার জন্য উদ্যোগ গ্রহণ করেন। এরপর বালিচকের দায়িত্ব থাকা রেল কর্মী সতীশ কুমার কার্যকরী ভূমিকা গ্রহণ করেন।

এই সতীশ কুমার বেশ কিছুদিন আগে জীবনের ঝুঁকি নিয়ে বালিচক রেল স্টেশনের প্ল্যাটফর্মের নিচে এক ভিক্ষুক পড়ে যাওয়ার পর ছুটন্ত এক্সপ্রেসের সামনে থেকে তাকে রক্ষা করেছিলেন এবং সেই ব্যক্তির ব্যক্তির প্রাণ বাঁচিয়েছিলেন। রবিবার এই অজ্ঞাত পরিচয় ব্যক্তি বর্তমানে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন।

তাঁর চিকিৎসা চলছে। কিন্তু এই ব্যক্তির কোন পরিচয় এখনো জানা যায়নি। অনেকের অনুমান চলন্ত ট্রেন থেকে তিনি হয়তো পড়ে গিয়েছেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *