Death of young man struck by lightning, shadow of mourning in Debra area.
তারক হরি,পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার অন্তর্গত ৪ নম্বর খানামোহন অঞ্চলের দুর্গাচক গ্রামে বাজ পড়ে এক যুবকের মৃত্যু হল। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত যুবকের নাম অঞ্জন অধিকারী, বয়স আনুমানিক (৩৫)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল নাগাদ দুর্গাচক গ্রামের বাসিন্দা অঞ্জন অধিকারী মাঠে কাজ করছিলেন। সেই সময় হঠাৎই বাজ পড়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এলাকার লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমেছে।