Adivasi organizations blocked the road in Mundmari in Pingla demanding the arrest of the culprits in Burdhaman and RG tax cases.
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বর্ধমানে আদিবাসী মহিলা খুন এবং আরজি করের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে পিংলার মুণ্ডমারিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ আদিবাসী সংগঠনের।রাজ্য সড়ক অবরোধ করে প্রতিবাদে শামিল আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।
দীর্ঘ সময় ধরে অবরোধ চলে। গত ১৪ তারিখ সন্ধ্যায় বর্ধমানে এক আদিবাসী যুবতীর গলার নলি কাটা অবস্থায় দেহ উদ্ধার হয়। জানা গেছে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন প্রিয়াঙ্কা। দেহ উদ্ধার হলেও এখনো পর্যন্ত অপরাধী গ্রেপ্তার হয়নি। অপরাধীকে গ্রেপ্তার এবং খুনীর ফাঁসির দাবিতে এদিন সোচ্চার হয় আদিবাসী সংগঠনগুলি। তারা রাজ্য সড়ক অবরোধ করেন।
পাশাপাশি আর জি কর কাণ্ডে এখনো অপরাধীরা ধরা পড়েনি। অপরাধীদের গ্রেফতারির দাবিতেও সোচ্চার হন তারা।তাদের দাবি যতদিন না পুলিশ খুনিকে গ্রেফতার করছে ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন।