BJP candidate Shubojit Roy submitted his nomination for the Medinipur by-election with the excitement of the colorful procession.
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বুধবার মনোনয়ন জমা দিলেন মেদিনীপুর উপনির্বাচনের বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। এদিন তার সঙ্গে ছিলেন বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, এবং সৌমেন্দু অধিকারী। মূলত মেদিনীপুর উপ-নির্বাচনের মনোনয়ন পর্ব শুরু হয়েছে ১৮ই অক্টোবর থেকে। এই পর্ব শুরু হতেই শাসক দলকে কিছুটা পিছনে রেখে বিজেপি প্রার্থী শুভজিৎ রায় প্রথমেই মনোনয়ন জমা দেন।
এদিন বিজেপি প্রার্থী প্রথমে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়ে দিন শুরু করেন। এরপর মেদিনীপুর শহরের বটতলা কালীমন্দিরে পুজো দিয়ে তিনি মনোনয়ন জমা দিতে আসেন। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে প্রার্থী শুভজিৎ রায় তার নির্বাচনী লড়াইয়ের সূচনা করেন।শুভজিৎ রায়ের সাথে বিজেপির বিশিষ্ট নেতারা ছাড়াও উপস্থিত ছিলেন কয়েকশো কর্মী-সমর্থক। তারা ঢাক, ঢোল এবং তাসার সুরে মাতিয়ে তোলে পুরো পরিবেশ। শুভজিৎ রায় হুড খোলা গাড়িতে চড়ে এক বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে মনোনয়ন জমা দিতে আসেন। উপস্থিত নেতা-কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।এদিন মনোনয়নপত্র তুলে দেন মেদিনীপুরের জেলার নির্বাচন আধিকারিক তথা সদর মহকুমা শাসক মধুমিতা মুখার্জির কাছে।
এরপর বিজেপি জানান, মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনে বিজেপি জয়লাভ করবে। তিনি মেদিনীপুরের মানুষের সমর্থনের ব্যাপারে আত্মবিশ্বাসী।পাশাপশি এদিন প্রাক্তন সংসদ দিলীপ ঘোষও সাংবাদিকদের মুখোমুখি হয়ে আত্মবিশ্বাসী বলে মত প্রকাশ করেন।তিনি বলেন, বিজেপির প্রতি মানুষের সমর্থন এই নির্বাচনে তাদের জয় নিশ্চিত করবে। মেদিনীপুরের রাজনৈতিক পরিবেশে বিজেপির উপস্থিতি যে শক্তিশালী তা উল্লেখ করে তিনি দলের প্রতি আশা প্রকাশ করেন।মেদিনীপুরের এই উপনির্বাচন যে তীব্র প্রতিযোগিতামূলক হবে তা স্পষ্ট হয়ে উঠেছে বিজেপির এই উচ্ছ্বাসপূর্ণ মনোনয়ন পর্বের দিন থেকেই। এখন দেখার বিষয় হল, আসন্ন নির্বাচনে কীভাবে প্রতিফলিত হয় এই উচ্ছ্বাস!