পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বজরঙ্গ দলের বাইক রেলি, এই বছর বাইক সংখ্যা ৫০০০ এর ও বেশী ,জানিয়েছেন গড়বেতার পাপ্তন সহ সংযোজক সহদেব ভুঁইয়া।, এদিন রেলিতে উপস্থিত VHP র গড়বেতার সভাপতি মিলন দাস , সহ সভাপতি অভিজিৎ ব্যানার্জি ,গড়বেতার প্রাপ্তন সংযোজক জয়ন্ত দত্ত, প্রাপ্তন সহ সংযোজক সাহদেব ভুঁইয়া, বর্তমান সংযোজক সুজয় দে ,বজরং দল দক্ষিণ বঙ্গের কার্যকর্তা প্রবীর দে সহ অন্যান্যরা।
এদিনের রেলি তে বর্তমান শাসক দলের কর্মীরা সহ বিধায়িকা উত্তরা সিং হাজরা অংশ গ্রহণ করেন। বিরোধী রাজনৈতিক দলের জেলা ও ব্লক ও রাজ্য স্তরের কর্যকর্তারা উপস্থিত ছিলেন।এতে আমাদের উদ্দেশ্য সফল হয়েছে।সকল রাজনৈতিক ভেদাভেদ ভুলে আমরা হিন্দুত্বের কাজে একত্রিত করতে পেরেছি , আমাদের এইবছরের রেলি গড়বেতা গুঞ্জন মাঠ থেকে ঝার্বনি বজরং মন্দির হয়ে মায়তা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার জুড়ে বাইক রেলী করা হয় , ৫০০ এর বেশি বাইক নিয়ে রেলি সম্পন্ন হয়।
কার্যকর্তা প্রবীর দে ও সহদেব ভুঁইয়া জানিয়েছেন, “অন্যান্য বছরের ন্যায় এই বছর বাইকের সংখ্যা অনেক বেশি , বিগত ১০ বছরের চেয়ে এই বছর হিন্দুত্ববাদীদের সংখ্যা অনেক টাই বেড়েছে তার প্রমাণ আজকের রেলি তেই বোঝা যাচ্ছে , পরের বছর ১০০০০ বাইক নিয়ে চিন্তা ভাবনা রয়েছে , পুলিশ প্রশাসন, এবং বজরং দলের সকল কার্যকর্তা,আপামর গড়বেতার সকল নাগরিক কে অসংখ্য ধন্যবাদ ও গুরুজনদের করজোড়ে প্রণাম জানায় এত সুন্দর পরিবেশে রেলি সম্পন্ন করার জন্য।”