ফের আইআইটির ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গিয়েছে, সোমবার সকালে খড়গপুর আইআইটি সরোজিনী নাইডু ও ইন্দ্রাগান্ধি হল পড়ুয়ারা দেখেন ছাদের থেকে গলায় ফাঁস লাগিয়ে এক ছাত্রী দেহ ঝুলছে। এরপরেই এ এ ঘটনা চাউর হতে আইআইটি চতুর জুড়ে ব্যাপক শোরগোল পড়ে যায় ঘটনার খবর দেওয়া হয় খড়গপুর টাউন থানার পুলিশকে। খবর পেয়ে তড়িঘড়ি পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। আইআইটি কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে মৃত ছাত্রীর নাম দেবিকা পিল্লাই, কেরল রাজ্যে তার বাড়ি। মৃত ছাত্রী বিটেক চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন। কদিন আগেই ছুটিতে বাড়ি গিয়েছিলেন ওই ছাত্রী।এরপর সেখান থেকে ফিরেই এমন ঘটনা।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বাড়িতে কোন বিষয় নিয়ে পরিবারের সঙ্গে গোলযোগ ছিল দেবিকার। আর সেই কারণেই এই আত্মহত্যা। ইতিমধ্যেই দেবিকার বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খবর পাঠানো হয়েছে কেরলে তার বাড়িতে। খবর পেয়ে তার বাড়ির লোক ইতিমধ্যেই রওনা দিয়েছেন খড়্গপুরের উদ্দেশ্যে। তবে কি ঘটনা নিছকি আত্মহত্যা ? নাকি এই মৃত্যুর পিছনে অন্য কোন কারণ রয়েছে।
ইতিমধ্যেই পুলিশ ছাত্রীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে দেহ পাঠিয়েছে। ছাত্রীর মৃত্যুর রহস্য উদঘাটনে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, এর আগে বেশ কয়েকবার খড়গপুর আইআইটিতে ছাত্র মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কখনো রেগিং আবার কখনো অতিরিক্ত পড়াশোনার চাপের তত্ত্ব উঠে আসে। তবে এক্ষেত্রে মৃত্যুর আসল কারণ কি তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে পুলিশ। প্রেম ঘটিতো কোনো কারণ কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।