লোকসভা নির্বাচন যত এগিয়ে আছে ততই প্রচারে ভিন্ন কায়দায় মানুষের সামনে পৌঁছানোর চেষ্টা করছে রাজনৈতিক দলের প্রার্থীরা। তেমনই ছবি বুধবার দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর এলাকায় ।
এদিন ভোট প্রচারে বেরিয়ে ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায় (হিরণ) মাঠে নেমে কাটলেন ধান। কথা বললেন এলাকার চাষীদের সাথেও। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হিরন বলেন,” কৃষকদের কষ্ট আমি বুঝি। তাই ৪৪ ডিগ্রি তাপমাত্রা গায়ে মেখেই তাদের অবস্থা বোঝার চেষ্টা করেছি মাত্র।”
তবে কি এবার কেশপুরের মানুষের মন জয় করতেই তিনি এমনটা করলেন ভাবাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকদেরও।