এখনই শেয়ার করুন।
Is the price of flowers going to increase before Puja? Marigold fields are getting destroyed, farmers are worried.

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: দুর্গাপুজোর আগে ফুলের দাম বাড়ার আশঙ্কা ক্রমশ জোরালো হচ্ছে। টানা বৃষ্টি ও ভয়াবহ বন্যার কারণে পশ্চিম মেদিনীপুরের পিংলা ও ডেবরা এলাকায় গাঁদা এবং রজনীগন্ধার ক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্বকর্মা পুজোতেও বিশেষ লাভ করতে পারেননি ফুল চাষীরা। এমন অবস্থায় দুর্গাপুজোর বাজারে ফুলের চাহিদা পূরণ হবে কিনা, তা নিয়ে ক্রমশ দুশ্চিন্তা বাড়ছে।পিংলা ও ডেবরার ফুল চাষীদের জন্য এই ফুল চাষ বার্ষিক আয়ের প্রধান উৎস।

বিশেষ করে উৎসবের মরশুমে তারা লক্ষ্মীলাভের আশায় থাকেন। তবে এবারের টানা বৃষ্টি ও বন্যা তাদের সেই আশা কার্যত ধূলিসাৎ করেছে। ক্ষেতের একাধিক ফুলগাছ নষ্ট হয়ে গেছে, মাঠের জল নিষ্কাশনের জন্য পাম্প মেশিন লাগাতে হচ্ছে, তবু ক্ষতির হাত থেকে ক্ষেতকে বাঁচানো সম্ভব হচ্ছে না।দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, এবং এই সময়েই বিভিন্ন জেলায় ডেবরা ও পিংলার বিভিন্ন এলাকা থেকে গাঁদা ও রজনীগন্ধা ফুল রফতানি করা হয়।

তবে ফুলের গাছের ব্যাপক ক্ষতির কারণে মনে করা হচ্ছে, এবার ফুলের চাহিদা মেটাতে সমস্যা হতে পারে এবং এর ফলে ফুলের দামও বাড়তে পারে।চাষীরা দিন-রাত এক করে ক্ষেত বাঁচানোর চেষ্টা করছেন, তবে আদৌ এই পরিস্থিতির সমাধান হবে কিনা, তা নিয়ে সংশয়ে রয়েছেন তারা। দুর্গাপুজোর আগে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে কিনা, এই প্রশ্নই এখন প্রত্যেকের মনে!

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *