এখনই শেয়ার করুন।

Significant progress has been made in the land sector in West Medinipur.

তারক হরি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জমি বিভাগে উল্লেখযোগ্য অগ্রগতির পদক্ষেপ নিল প্রশাসন। শনিবার জেলা ম্যাজিস্ট্রেট ডিএলএলআরও, বিএলএলআরও এবং এসডিএলএলআরওদের উপস্থিতিতে জমি বিভাগের একটি সম্যক পর্যালোচনা করেন।এদিন মুখ্য উল্লেখযোগ্য বিষয়গুলি তুলে ধরা হয়। রাজ্যে সর্বোচ্চ রূপান্তর মামলা নিষ্পত্তির জন্য পশ্চিম মেদিনীপুর প্রথম স্থান অর্জন করেছে।

২০২৪ সালে ২ লক্ষেরও বেশি মিউটেশন মামলা নিষ্পত্তি করা হয়েছে।জনস্বাস্থ্য কারিগরি বিভাগকে জল স্বপ্ন প্রকল্পের জন্য ১১৩ একর জমি হস্তান্তর করা হয়েছে।মুখ্যমন্ত্রীর নির্দেশমতো সরকারি স্বার্থ রক্ষায় ১৬৫,০০০ একর সরকারি জমির জরিপ ও যাচাই করা হয়েছে।খড়্গপুর ১-২ ডেবরা ও সদর ব্লকে প্রায় ১৮ একর বন্দোবস্তকৃত জমি দখলমুক্ত করা হয়েছে। WBIDC, NHAI, PWD, PHE ইত্যাদি বিভিন্ন দপ্তরের নামে ২২০০ একর জমি রেকর্ড করা হয়েছে। হোমস্টেড এবং কৃষির জন্য ১০০০ এরও বেশি উপকারভোগীকে পরচা দেওয়ার প্রক্রিয়া চলছে।আরও জানানো হয়েছে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশাবলি অনুযায়ী,মিউটেশন এবং রূপান্তর মামলা ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে।

সরাসরি মুখ্যমন্ত্রী মামলাগুলি ৭ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে।অভিযোগ নিবারণে সর্বোচ্চ অগ্রাধান দিতে হবে। সরকারি বন্দোবস্তকৃত জমি দখল এবং রায়তিতে অবৈধ রূপান্তরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।বিভিন্ন দপ্তরের জমি রেকর্ডকে অগ্রাধান দিতে হবে। সাধারণ জনগণের সমস্যা ও অভিযোগের বিষয়ে বিএলএলআরওদের অফিস পরিদর্শন করতে হবে।

পাশাপশি আরও জানানো হয়েছে,বাংলা সাহায্য কেন্দ্রকে গুরুত্ব দেওয়া হবে। সরকারি বন্দোবস্তকৃত জমি অবিলম্বে সাইনবোর্ড লাগিয়ে নিরাপদ করা হবে। আগামীতে রাজস্ব আদায় বাড়ানো হবে। জমি প্রশাসনে কোনো ধরনের অনিয়মের প্রতি সহনশীলতা থাকবে।এই উদ্যোগের ফলে পশ্চিম মেদিনীপুরের জমি বিভাগে আরও দক্ষতা ও স্বচ্ছতা আসবে বলে আশা প্রকাশ করছে ওয়াকিবহল মহল।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *