ED raids at the house of a rice trader in Paschim Medinipur.
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: শুক্রবার সকাল থেকে রাজ্যে রেশন দুর্নীতির মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বড়সড় অভিযান শুরু করেছে। শিক্ষা দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের জামিনের ঠিক পরের দিনই এই অভিযান শুরু হওয়ায় রাজনৈতিক মহলে তা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।সূত্র মারফত জানা গিয়েছে,কলকাতা, মেদিনীপুর, কল্যাণী, জয়নগর সহ একাধিক জায়গায় একযোগে তল্লাশি চলছে।
কল্যাণীতে এক ফুড ইনস্পেক্টরের বাড়ি এবং পশ্চিম মেদিনীপুর জেলার বেলদায় এক চাল ব্যবসায়ীর বাড়িও তল্লাশির আওতায়।শুক্রবার বেলা প্রায় সাড়ে এগারোটা নাগাদ বেলদায় চাল ব্যবসায়ী স্বদেশ কান্তি বেরার বাড়িতে ইডি-র একটি বড় দল তল্লাশি চালাচ্ছে।
এ বিষয়ে ব্যবসায়ির এক নিকট আত্মীয় জানিয়েছেন,স্বদেশ কান্তি আগে হাস্কিং চালের ব্যবসা করত। তবে লকডাউনের পর থেকে সেই ব্যবসা বন্ধ।”ইডি সূত্রে জানা গিয়েছে, এই ব্যবসায়ী রেশন দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে, তদন্তের পরই স্পষ্ট হবে এই অভিযোগ কতটা সত্য। শিক্ষা দুর্নীতি মামলার পর রেশন দুর্নীতিতে ইডি-র এই নড়েচড়ে ওঠা রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে।