পশ্চিম মেদিনীপুর: হিন্দু শাস্ত্রে চৈত্র মাস পুজো-পার্বণ-মাসাচিত্রা নক্ষত্র যুক্ত পূর্ণিমা মাসই হল চৈত্র। চৈত্র শেষে পুজো-পার্বণের মধ্যে দিয়ে শিবের আবাহন কে গাজন বলে। বঙ্গে লৌকিক শৈব ধর্মের এই উৎসব গাজন নামে পরিচিত। তবে এলাকা ভেদে বিভিন্ন নামে পরিচিত এই গাজন উৎসব ।
কোথাও নীলের গাজন বা নীল ষষ্ঠী এবং নীল পুজো নামেও ব্যাপক প্রসার পরিচিতি। এই নীলের গাজন বা নীল ষষ্ঠী পুজোয় মহাদেব কে উদ্দেশ্য করে ভক্ত গনেরা দুর দূরান্ত থেকে জল নিয়ে এসে শিবের মাথায় ঢালেন।সেই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরাতেও।
ডেবরার ধামতোর ও বাড়াগড় গ্রামে কয়েক হাজার ভক্তিপ্রবন মানুষ তাঁরা পায়ে হেঁটে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের নদী থেকে জল নিয়ে সুসজ্জিত রেলী করে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন। এদিন ভক্তিভরে জল ঢালতে দেখা যায় মন্দির গুলিতে। হাজারো মানুষের সমাগমে এলাকার শিব মন্দির গুলি রীতিমত উৎসবের আকার ধারণ করলো।