এখনই শেয়ার করুন।

Pingla Panchayat Samiti’s Child and Women Welfare Department Officer who passed away in a road accident, mourns the area.

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন পিংলা পঞ্চায়েত সমিতির শিশু ও নারী কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ অপর্ণা বাকলী (৪৬)। তিনি পিংলার দুজিপুর এলাকার বাসিন্দা ছিলেন।জানা গিয়েছে,শুক্রবার দুপুরে গ্রাম পঞ্চায়েতের সামনে বাইক চড়ে যাওয়ার সময় বাইকটি একটি বাম্পারের ওপর উঠতেই তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

অপর্ণা বাকলী, তৃণমূল কংগ্রেসের টিকিটে পিংলা ব্লকের কুশুমদা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ভোটে দাঁড়িয়ে জয়লাভ করেন , তিনি পাঁচ বছর স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি হিসেবে এলাকার মানুষদের পরিষেবা দিয়ে গেছেন এবং এরপর তিনি পিংলা পঞ্চায়েত সমিতির শিশু ও নারী কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন। তাঁর এই অকাল মৃত্যুতে পিংলা ব্লকের তৃণমূল কর্মীরা শোকস্তব্ধ হয়ে পড়েছেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *