এখনই শেয়ার করুন।

Public Deputation Bharat Zakat Majhi Pargana Mahal demanding punishment for the victim.

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: গত ১৪ আগস্ট থেকে “মেয়েদের রাত দখল” কর্মসূচির পর থেকে এখনও অবধি মহানগরের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে জারি রয়েছে পথ অবরোধ , বিক্ষোভ,আন্দোলন। তেমনই সোমবার আন্দোলনে নামলো আদিবাসী সংগঠন।নির্যাতিতা আদিবাসী মহিলা (বর্ধমান কাণ্ড) এবং আরজিকর কাণ্ডে দোষীদের চরম শাস্তি ও ফাঁসির দাবিতে সরফ হলেন ভারত জাকাত মাঝি পারগনা মহল ডেবরা মুলুকের সদস্যরা।

সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার সামনে বিক্ষোভ অবস্থান শুরু করে জাকাত মাঝি পারগনা মহলের সদস্যরা। ফেস্টুন হাতে নিয়ে ডেবরা থানার গেটের সামনে প্রতিবাদ বিক্ষোভ দেখাতে থাকেন সংগঠনের মহিলা পুরুষ উভয়েই।উচ্চ স্বরে তাদের সকলের শুধু একটাই দাবি, অভয়ার সঠিক বিচার চাই! দোষীদের চরম শাস্তি চাই! এদিন বেশ কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করে একটি ডেপুটেশনও দেওয়া হয় আদিবাসী সংগঠনের তরফে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *