দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন ২ বাইক আরোহী। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিং লা থানার অন্তর্গত গোপীনাথপুর বাজার সংলগ্ন এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খড়গপুরের দিক থেকে একটি বাইক দ্রুত গতিতে জামনার দিকে আসছিল, অপর একটি বাইক উল্টো দিক থেকে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় রাস্তার ওপর ছিটকে পড়েন দুই বাইক আরোহী।
এরপর স্থানীয়রা এসে দুই বাইক আরোহীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পিংলা গ্রামীণ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। জানা গিয়েছে, আহতদের এক জনের বাড়ি গোপীনাথপুর এলাকায় অপরজনের বাড়ি খড়গপুর শহরে। দুই ব্যক্তির মাথায় ও পায়ে আঘাত গুরুতর হওয়ায় পিংলা হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পিংলা থানার পুলিশ।ইতিমধ্যেই আহতদের বাড়িতে খবর পাঠানো হয়েছে।