আবারও বোমা আতঙ্ক ছড়ালো!এ ঘটনা ছড়িয়ে পড়ার পরেই এলাকাবাসীর চোখে মুখে আতঙ্কের ছাপ।জানা গিয়েছে,বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত ক্ষীরপাই শহরের জনপ্রিয় বড়ো মা কালী মন্দির সংলগ্ন চাষের জমিতে থাকা একটি তিলের গাদায় বোমা দেখতে পাওয়া যায়।
ঘটনাচক্রে ঐ জমির মালিক তৃণমূল কংগ্রেস নেতা শিবরাম হাজরার দাদার বলে জানা গিয়েছে।সকালে জমিতে তিল মেলার জন্য যান তৃণমূল নেতার বৌদি। তিনিই প্রথম এই বিষয় টি লক্ষ্য করেন।পরে পুলিশে খবর দেওয়া হলে ক্ষীরপাই আউটপোস্ট থানার পুলিশ এসে বোম উদ্ধার করে নিয়ে যায়।
প্রসঙ্গত, মাত্র দু দিন আগেই ক্ষীরপাই পৌরসভার ২ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস নেতা শিবরাম হাজরার বাড়ীর সন্নিকটে বোম উদ্ধার হয় ।ঘটনার খবর পেয়েই পুলিশ এসে বোমা উদ্ধার করে নিয়ে যায়।তারপরে আবারও ক্ষীরপাই এলাকায় বোমা উদ্ধার হল। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।