before dipab
বুবুন পাল,ক্ষীরপাই:-
আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অনেক অসাধ্যসাধন ঘটলেও কৃত্রিম উপায়ে রক্ত আবিষ্কার এখনও হয়নি । ফলে যে সমস্ত রোগীর কোনো কারণে অতিরিক্ত রক্তের প্রয়োজন হয়, তখন সেই রক্ত সুস্থ মানুষের শরীর থেকেই সংগ্রহ করতে হয় । এইজন্য রক্তদান একটি মহৎ দান বলে বিবেচ্য ।
বর্তমানে সরকারি রক্তভাণ্ডারে সংরক্ষিত রক্তের পরিমাণ চাহিদার তুলনায় অনেক কম মজুত আছে । বেসরকারীভাবে রক্ত কিনতে প্রচুর পয়সা লাগে । তাছাড়া রোগজীবাণু সংক্রমিত হওয়ার ভয় থাকে । সেই কারণে রক্তদান শিবিরের প্রয়োজনীয়তা আছে।
আজকের এই রক্তদান শিবিরে সমাজের সর্বস্তরের বিভিন্ন বয়সের মানুষ রক্তদান করেন । দক্ষ চিকিৎসকমন্ডলী সঠিক ভাবে পরীক্ষা করে ব্যক্তিদের কাছ থেকে রক্ত সংগ্রহ করেন ।আশি জন মহান রক্তদাতা রক্তদান করবেন বলে জানা গেছে। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পাঁচের এক মনোহরপুর অঞ্চল প্রধান রাম কোটাল , প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ বিভিন্ন সমাজ সেবী মানুষ।
রক্তদান ছাড়াও ক্লাবের পক্ষ থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা সহ অভিনেতা-অভিনেত্রী জি বাংলা , আকাশ আট , স্টার জলসা খ্যাত শিল্পীদের নিয়ে জম জমাট সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে।