দাঁতন: ভোটের উত্তাপের সাথে পাল্লা দিয়ে বাড়ছে সূর্যের তাপ। গ্রীষ্মের এই প্রখর দাবদাহকে দূরে সরিয়েই প্রচারে ঝড় তুললেন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। তীব্র গরমকে উপেক্ষা করেই রীতিমত প্রচারে ঝড় তুললেন বিজেপি প্রার্থী।বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে প্রচার শুরু করেন অগ্নিমিত্রা।
এদিন সকাল সকাল প্রথমে দাঁতন বিধানসভার অন্তর্গত সমলেশ্বর জিউ মহাদেব মন্দির থেকে জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন, রাস্তার বাস ট্রাক সহ টোটোতে সওয়ারি যাত্রীদের সঙ্গে হাত মিলিয়ে ভোটের আবেদন করেন।এদিন বিজেপি প্রার্থী তথা সেলিব্রেটিকে দেখতে ভিড় করেন সাধারণ মানুষেরা।সাথে সেলফি নেওয়ারও ধুম পড়ে যায়।
বিজেপি কর্মী সমর্থকদের সাথে নিয়েই একেবারে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করেন অগ্নিমিত্রা। এলাকার মানুষের সাথে জনসংযোগ করে রীতিমতো প্রচার পর্বে ব্যস্ত মেদিনীপুর লোকসভার নির্বাচিত বিজেপি প্রার্থী।