প্রতিনিয়ত দত্তক নেওয়ার সংখ্যা বাড়ছে দেশ তথা রাজ্য জুড়ে।এবার এই দত্তক শিশু মেদিনীপুর থেকে গেল সুদূর স্পেনে।উল্লেখ্য গত পাঁচ বছর আগে খড়গপুর স্টেশন থেকে উদ্ধার হওয়া এক শিশুকে উদ্ধার করে পুলিশ এর তত্বাবধানে মেদিনীপুর এর বিদ্যাসাগর নামক একটি হোমে ছিল সোম নামের এই শিশুটি।তবে এই শিশুটিকে তার বাড়িতে ফিরিয়ে দিতে নানা উদ্যোগ পুলিশ প্রশাসন গ্ৰহণ করলেও সাড়া পায়নি শিশুটির পরিবারের তরফে।কয়েকদিন আগে স্পেন এর এক দম্পতি যোগাযোগ করেন দত্তক হিসেবে,সেই মোতাবেক এই শিশুটিকে ই তাদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
আজই উড়োজাহাজ এ শিশুটি যাবে স্পেন এর উদ্দেশ্য এ।জানা গিয়েছে, জেলা প্রশাসন এর হাত ধরে , জেলাশাসক এর উদ্যোগে এর আগে প্রায় ৭০ জন শিশু কে দত্তক হিসেবে দিয়েছে জেলা প্রশাসন।আজ এই শিশুটিকে ভালোভাবে তাদের বাড়িতে পৌঁছে দিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।উল্লেখ্য প্সেন এর বার্সেলোনা শহরের এক সিঙ্গেল মাদার এই ছয় বছরের শিশুটিকে গ্ৰহণ করতে চেয়ে আবেদন জানিয়েছেন,সেই হিসেবে তার হাতেই এই শিশুটিকে তুলে দিতে উদ্যোগী হল প্রশাসন।
দত্তক গ্ৰহণকারী এই ৪৭ বছরের মহিলাটির নাম মেরিটক্সেল রোসিচ গিমেজ। তিনি বর্তমানে একটি বেসরকারী কোম্পানিতে ডিরেক্টর পদে রয়েছেন। জেলা প্রশাসন এর হাত ধরে প্সেন পৌঁছবে এই মহিলা সহ ছয় বছরের সোম।