পশ্চিম মেদিনীপুর: বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় জনসংযোগ ও প্রচার পর্ব সারলেন ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায় (হিরন)। এদিন ডেবরায় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে মাল্যদান করেন।
এরপর ডেবরার অর্যুনি এলাকায় একটি মন্দিরে পুজো দেন। এরপর এলাকাবাসীদের সাথে কথা বলেন। এছাড়াও ডেবরার, চকলহানা, ভরতপুর সহ বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সাথে জনসংযোগ করেন।এরপর ডেবরার চৈতন্য বাণী মন্দিরে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন বিজেপি পার্থী হিরণ।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিরণ জনসংযোগ কর্মসূচি বিষয়ে বলেন, “আমাদের কর্মসূচি একটাই আমরা পায়ে হেঁটে মানুষের কাছে পৌঁছে যাওয়া। আমরা হেঁটে হেঁটে মানুষের পাড়ায় পাড়ায়, বুথে বুথে, ঘুরে বেড়াচ্ছি। আমাদের কাছে অত পয়সা নেই যে মার্সিটিজ গাড়ি করে যাবো ,সামনে ও পেছনে মুখ্যমন্ত্রীর দেওয়া কনভয় থাকবে। কাছে এত পয়সা নেই, ফলে আমরা মানুষের বাড়ি বাড়ি ঘুরে দেখছি যে তাঁরা কেমন আছেন। কথা বলছি,খোঁজ নিচ্ছি। মানুষের স্বতঃস্ফূর্ত উল্লাস জানান দিচ্ছে আগামীতে পদ্ম ফুল ফুটবে।”
