Two women seriously injured in gas fire in Debra.
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার ট্যাবাগেড়িয়া এলাকায় রান্নার সময় গ্যাস ওভেন থেকে ঘরে আগুন লেগে দুই মহিলা গুরুতর অগ্নিদগ্ধ হন। সোমবার দুপুরে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।স্থানীয় সূত্রে জানা যায়, এক মহিলা গ্যাস এ রান্না করছিলেন, তখনই হঠাৎ করে ওভেন থেকে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ঘরের চারপাশে ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে দুই মহিলা দগ্ধ হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন, যেখানে তাদের চিকিৎসা চলছে।ঘটনার খবর পেয়ে ডেবরা থানা পুলিশ গোটা তদন্ত শুরু করেছে।