Kansai river dam broke in Debra, travel is closed, the boat is crossing the risk to save life!
তারক হরি,পশ্চিম মেদিনীপুর : বর্ষা পড়লেই চিত্রটা দুর্বিসহ হয়ে ওঠে নদী তীরবর্তী বাসিন্দাদের।নদীর জল বাড়লেই অস্থায়ী বাঁধ ভেঙে যায়। তখন পারাপারের একমাত্র মাধ্যম নৌকা!প্রতিবছরের মতোই এই বছরও ডেবরা ব্লকের টাবাগেড়্যা এলাকায় কাঁসাই নদীর অস্থায়ী বাঁধ ভেঙে বিপত্তি নেমে এসেছে। শুক্রবার রাতের অন্ধকারে বাঁধ ভেঙে যাওয়ায় নদীর দুই পাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর এই অংশে বাঁশের সাঁকো তৈরির কাজ দ্রুত গতিতে চলছে।
পাশাপাশি, নৌকা চলাচলের ব্যবস্থাও করা হচ্ছে। তবে, এই অস্থায়ী ব্যবস্থায় মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে হচ্ছে।এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা দাবি করছেন, প্রশাসন যথাযথ ব্যবস্থা না নিলে এই সমস্যার স্থায়ী সমাধান হবে না।
এদিন সরজমিনে পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন ডেবরা সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রিয়ব্রত রাঢ়ী,পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রদীপ কর সহ অন্যান্যরা।