Maternal death due to medical negligence, Debra Super Specialty Hospital
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: গত সোমবার বিকেল সাড়ে পাঁচটার সময় প্রসূতি যন্ত্রণায় কাতর অবস্থায় ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় মামনি সর্দার সিং (২৩) নামের এক মহিলাকে। প্রসূতির আসন্ন যন্ত্রণা শুরু হলে তাকে হাসপাতালের ওটি রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অতনু সামন্ত অস্ত্রোপচার করেন এবং একটি কন্যা সন্তান প্রসবের পরেই রোগিণীর রক্তক্ষরণ শুরু হয়। রাত দু’টো নাগাদ প্রসূতি মহিলার মৃত্যু হয়।
রোগিণীর পরিবারের অভিযোগ, ডিউটিতে থাকা চিকিৎসকের ভুল চিকিৎসার কারণেই রোগিণীর মৃত্যু হয়েছে। এই ঘটনার পর মঙ্গলবার সকাল থেকেই হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।রোগিণীর পরিবারের পক্ষ থেকে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তারা কর্তব্যরত চিকিৎসক অতনু সামন্ত এবং ডিউটিরত নার্সদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে হাসপাতালকে কাঠগোড়ায় তুলে কটাক্ষ জানিয়েছেন বিজেপি শিবির। বিজেপি নেতা কাশীনাথ বোস কড়া ভাষায় হাসপাতালের সমালোচনা করেছেন। তিনি বলেন, “ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে সঠিক চিকিৎসা হয় না। বেশিরভাগ রোগীকেই জেলা হাসপাতালে রেফার করা হয়। যাদের গাফিলতির কারণে রোগিণীর মৃত্যু হয়েছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।”