Housewife’s suicide, Chanchalya in Sabong of Paschim Medinipur district.
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের নওগাঁ অঞ্চলে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মৃত গৃহবধূর নাম অর্পিতা মান্না বেরা। বয়স মাত্র ২০ বছর।পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় চার দিন আগে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি এসেছিলেন অর্পিতা। গতকাল বৃহস্পতিবার রাতে পরিবারের সঙ্গে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়েন।
এরপর আজ শুক্রবার সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে দেখেন, অর্পিতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার পরেই তাকে তড়িঘড়ি সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।