এখনই শেয়ার করুন।

In the absence of a permanent bridge on Keleghai river, the people of hundreds of villages are in danger, their daily commute is going on dangerously.

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের কুশবসান অঞ্চলের কেলেঘাই নদীর উপর স্থায়ী ব্রিজ না থাকায় প্রায় ১০০ টি গ্রামের মানুষ প্রতিদিন যাতায়াতে ঝুঁকি নিচ্ছেন। স্থায়ী ব্রিজের অভাবে নৌকোই একমাত্র ভরসা, যা সাধারণ মানুষের জন্য এক বড় সমস্যায় পরিণত হয়েছে। বহু মানুষের যাতায়াত ও দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে এই কারণে।স্থানীয়রা জানিয়েছেন, প্রশাসনের কাছে বারবার ব্রিজ নির্মাণের দাবি জানানো হলেও, এখনো পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।

এর ফলে এলাকার মানুষ ক্রমশ হতাশায় ভুগছেন।কুশবসান অঞ্চলের প্রধান টুম্পারানী রাউল জানিয়েছেন, “আমরা ব্লক এবং জেলা স্তরে বিষয়টি জানিয়েছি এবং আপ্রাণ চেষ্টা করছি কাজ শুরু করার জন্য। আমরাও চাই সাধারণ মানুষের সমস্যার সমাধান হোক।”তবে প্রশাসনিক আধিকারিকদের সাথে যোগাযোগ করা হলে, কেউই মন্তব্য করতে চাননি। তারা শুধু আশ্বাস দিয়েছেন, খুব শীঘ্রই সমস্যার সমাধান করা হবে।দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও কোনো পদক্ষেপ না হওয়ায় এলাকাবাসী আজও আশায় দিন গুনছেন, কবে এই যাতায়াতের দুর্দশা থেকে মুক্তি মিলবে?

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *