এখনই শেয়ার করুন।

Balichak Station Development Committee is again vocal in multiple demands.

সুপর্ণা ভাদুড়ী: বালিচক স্টেশন উন্নয়ন কমিটি আবারও তাদের দীর্ঘদিনের বন্ধ দাবিগুলো পূরণের দাবি জানিয়ে সোচ্চার হল। শনিবার বিকেলে বালিচক রেল ক্রসিং-এর দক্ষিণ দিকে উড়ালপুলের তলায় একটি বিক্ষোভ সভায় তারা তাদের দাবিগুলো তুলে ধরে।কমিটির যুগ্ম সম্পাদক কিংকর অধিকারী বলেন, “বালিচক ফ্লাইওভারের দুদিকের জরাজীর্ণ সার্ভিস রোডের স্থায়ী মেরামত করতে হবে।

আগামী ডিসেম্বরের মধ্যে বালিচক ফ্লাইওভারের নির্মাণকার্য সম্পন্ন করতে হবে।”তিনি আরও বলেন, “বালিচক রেল স্টেশনে নতুন প্রশস্থ ফুট ওভার ব্রিজ নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন এবং প্লাটফর্মের বাইরে দিকে রাম্প সহ তা সম্প্রসারণ করতে হবে। বন্যা নিয়ন্ত্রণে রেললাইন সংলগ্ন ক্যানেল সংস্কার এবং কালভাট নির্মাণ করতে হবে। স্টেশনের উত্তর দিকের বন্ধ টিকিট কাউন্টার অবিলম্বে চালু করতে হবে।”গত ২৮ নভেম্বর বালিচকের বাসিন্দারা পথ অবরোধ করে বন্ধ থাকা ফ্লাইওভার নির্মাণের কাজ আবার শুরু করার দাবি জানিয়েছিলেন। প্রশাসনের পক্ষ থেকে মাননীয় বিডিও তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন দ্রুত কাজ শুরু করা হবে।

কিংকর অধিকারী আরও বলেন, “বিডিও প্রতিশ্রুতি দিয়েছিলেন জরাজীর্ণ সার্ভিস রোড মেরামত করা হবে। কিন্তু জেসিবি দিয়ে একটু আঁচড়ে দেওয়া ছাড়া আর কোন কাজই হয়নি।”বালিচক স্টেশন উন্নয়ন কমিটির এই দাবিগুলো পূরণের জন্য স্থানীয় প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন কমিটির সদস্যরা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed