The Trinamool protested in Keshiyari over the RG KAR case.
শান্তনু রায়,কেশিয়াড়ি: আরজিকর-এর ঘটনার প্রতিবাদে নামল তৃণমূল। শনিবার দলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা প্রতিটি ব্লক ও অঞ্চলে এই কর্মসূচি করে। আরজিকর হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডবের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। চিকিৎসক খুনে দ্রুত বিচার ও দোষীর শাস্তির দাবি তুলে কেশিয়াড়িতে হল মিছিল। কেশিয়াড়ী ব্লক যুব তৃণমূল কংগ্রেস ও খাজরা ২ নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খাজরা বাজারে মিছিল ও পথসভা সংগঠিত হয়।এদিনের এই প্রতিবাদ মিছিল পুরো খাজরা বাজার এলাকা পরিক্রমা করে। মিছিল শেষে খাজরা বাসস্ট্যান্ডে পথসভা সংগঠিত হয়।
এদিন এই মিছিল থেকে আওয়াজ ওঠে দোষীকে অবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসি দিতে হবে। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা সম্পাদিকা কল্পনা শীট,জেলা তৃণমূলের সাধারন সম্পাদক পবিত্র শীট,কেশিয়াড়ী ব্লব যুব তৃণমূলের সভাপতি সঞ্জয় গোস্বামী সহ অন্যান্য নেতৃত্বরা।