Two people died in West Medinipur due to sudden lightning!
সুদীপ প্রধান: পশ্চিম মেদিনীপুর জেলার বেলদার রসুলপুর এলাকায় বজ্রপাতে দুই জনের প্রাণ গেল।জেলা জুড়ে বর্ষার মরসুম শুরু হয়েছে, সেই সময় হঠাৎই বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি শুরু হলে ধান জমি থেকে বাড়ি ফেরার পথে বজ্রঘাতে মৃত্যু হল এক মহিলা ও এক ব্যক্তির। মৃতদের নাম সুকুন্তলা মান্ডি, সমীর হাঁসদা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই দুজন ধান জমিতে কাজ করছিলেন,বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি হলে , তারা বাড়ি ফেরার পথে ধান জমিতেই বজ্রঘাতে গুরুতর আহত হন ।এরপর স্থানীয়রা তড়িঘড়ি তাদের উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসকেরা তাদের দুজনকেই মৃত বলে ঘোষণা করে।
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করেছে বেলদা থানার পুলিশ। আকস্মিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।