Rescue endangered animals! Pingla:
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: উদ্ধার হল বিলুপ্তপ্রায় প্রাণী। সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত কাঁটাচৌকি একটি কেমোলিয়ান উদ্ধার হয়।ঘটনাকি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।এদিকে ওই বিরল প্রাণীটিকে দেখতে উপচে পড়ে গ্রামবাসীদের ভিড়।
জানা গিয়েছে এদিন কাঁটাচৌকি গ্রামের এক বাসিন্দা বিরল প্যাঙ্গোলিনটিকে দেখতে পায়। এরপর তিনি তাঁর বাড়িতে নিয়ে আসেন। এরপর তিনি বনদপ্তরের খবর দেয়।
মঙ্গলবার পশুপ্রেমী সংগঠনের এক কর্মী এসে ওই প্রাণীটিকে গ্রামবাসীর কাছ থেকে উদ্ধার করে নিয়ে যায়।পশুপ্রেমী সংগঠনের কর্মী জানিয়েছেন , প্রাণীটিকে ডেবরা বন দফতরের হাতে তুলে দেওয়া হবে। কয়েক দিন পর্যবেক্ষণে রেখে গভীর বনাঞ্চলে প্রাণীটিকে মুক্ত করে দেওয়া হবে।”