এখনই শেয়ার করুন।

A new horizon in the sports world of Bengal, Saurabh inaugurates a cricket coaching camp in Baharampur, Murshidabad.

সংবাদ জনকণ্ঠ নিউজ ডেস্ক: বাংলার ক্রীড়া জগতে নতুন এক পালক সংযোজিত হতে চলেছে মুর্শিদাবাদে। এই প্রান্তিক জেলায় গড়ে উঠতে চলেছে নতুন প্রতিভা, যারা হয়তো একদিন বিরাট কোহলি বা মোহাম্মদ শামির মতো উজ্জ্বল তারকা হয়ে উঠবে। মুর্শিদাবাদের শালার বহরমপুর কিংবা শামশেরগঞ্জে তৈরি হতে পারে এমনই অসংখ্য প্রতিভা, যারা বাংলার ক্রীড়া ক্ষেত্রে নতুন গৌরব নিয়ে আসবে।এই উদ্যোগের অংশ হিসেবে মুর্শিদাবাদের বহরমপুরে ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের অত্যাধুনিক মানের ক্রিকেট কোচিং ক্যাম্পের উদ্বোধন করা হলো। বৃহস্পতিবার দুপুরে বহরমপুর স্টেডিয়ামে এই ক্যাম্পের উদ্বোধনে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

কলকাতার বেহালা থেকে সোজা বহরমপুরে এসে তিনি এই ক্যাম্পের সূচনা করেন।এটি শুধু মুর্শিদাবাদের জন্যই নয়, গোটা বাংলা জুড়ে ক্রীড়া ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। বহরমপুরের সাংসদ নির্বাচিত হয়েছেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান, যিনি নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্রীড়াক্ষেত্রে বড় পরিবর্তন আনবেন। সেই প্রতিশ্রুতিরই প্রথম পদক্ষেপ হিসেবে এই কোচিং ক্যাম্পের সূচনা হলো, যা ভবিষ্যতে আরও সম্ভাবনাময় খেলোয়াড় তৈরি করতে সাহায্য করবে।কোচিং ক্যাম্প উদ্বোধন করতে এসে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “এই ক্যাম্প থেকে একদিন হয়তো জাতীয় দলের অনেক ক্রিকেটার উঠে আসবে। মুর্শিদাবাদের মাটি প্রতিভায় ভরপুর।

তিনি আরও বলেন, “পড়াশোনার পাশাপাশি বাংলার ছেলেমেয়েদের খেলাধুলায়ও উৎসাহী হতে হবে।” এই ক্যাম্পের মাধ্যমে এলাকার ছেলে-মেয়েরা পেশাদারভাবে ক্রিকেট শেখার সুযোগ পাবে এবং জাতীয় স্তরে নিজের পরিচিতি তৈরি করতে সক্ষম হবে।এদিনের অনুষ্ঠান ঘিরে এলাকায় ব্যাপক উন্মাদনা দেখা যায়। এলাকাবাসী এবং ক্রীড়া অনুরাগীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আশা করছেন, এর মাধ্যমে বাংলা আবার নতুন ক্রীড়া প্রতিভার আলোয় উজ্জ্বল হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *