এখনই শেয়ার করুন।

ভোটের ডিউটি করতে দার্জিলিং থেকে মালদা এসেছিলেন। কিন্তু ভাবতেও পারেননি এমন করুন পরিণতির শিকার হতে হবে। চলে যাবে প্রাণ। লোকসভা নির্বাচন রাত পোহালে। চলছে প্রস্তুতি। ভোট কর্মী থেকে পুলিশকর্মীরা সকলেই নিজে নিজে কাজে ব্যস্ত। ভোটের ডিউটি করতে এসে এক পুলিশকর্মীর অস্বাভাবিক মৃত্যু। ঘটনা ঘিরে চাঞ্চল্য মালদা জেলার বৈষ্ণবনগর এলাকায়। মৃতদেহ উদ্ধার করে আনা হয়েছে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর মৃত ওই পুলিশকর্মীর নাম নবীন মুক্তান। তার বয়স আনুমানিক ৪৩ বছর। তার বাড়ি দার্জিলিং জেলার লামা রোড এলাকায়।

সেখান থেকে মালদার বৈষ্ণবনগর এলাকায় ভোটের ডিউটি করতে এসেছিলেন চার পাঁচ দিন আগেই। গতকাল থেকেই অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি রাতের দিকে অসুস্থতা আরও বাড়ে। একসময় অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন ওই পুলিশ কর্মী। তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় বেদরাবাদ হাসপাতালে।

সেখান থেকে তার অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসার পর তাকে তড়িঘড়ি নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা ওই পুলিশ কর্মীকে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানা পুলিশ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *