মালদা: এবার পশ্চিমবঙ্গের ২৬ হাজার শিক্ষক শিক্ষিকায় চাকরি বাতিল নিয়ে মুখ খুললেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।হাইকোর্টের রায়ের পর প্রথম সভা থেকে তৃণমূলকে নিশানা মোদির।
আজ মালদা উত্তরে জনসভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আর সেখান থেকেই এবার সরাসরি রাজ্য সরকার তথা তৃণমূলকে নিশানা করলেন তিনি। এদিন তিনি বললেন ২০ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি হারার পিছনে দোষ একমাত্র তৃণমূল সরকারের। ‘দুর্নীতি করেছে তৃণমূল, ভুগতে হচ্ছে জনগণকে’ এমনটাই বললেন মোদিজি।
এতগুলো মানুষের রুটি রোজগার চলে গেল রাজ্য সরকারের দুর্নীতির কারণে যেদিন এমনভাবে বক্তব্যের শুরু চড়াতে দেখা গেল মোদীজিকে। সেদিন তিনি আরো বলেন তৃণমূল সরকার এবং কংগ্রেস সরকারের দুজনেরই উদ্দেশ্য আসলে একই রকমের। দুই দলেরই প্রধান লক্ষ্য সাধারন মানুষকে নিঃস্ব করে দিয়ে লুট করা এমনই বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেল মোদীজিকে।
এদিন তিনি আরো বলেন বাংলায় উন্নয়নের জন্য তিনি যে সকল প্রক্রিয়া সরাসরি লাগু করতে চান সেগুলো তৃণমূল সরকার করতে দেয় না। এ প্রসঙ্গে মোদীজি বলেন, ‘বাংলায় কোনও কাজ কমিশন ছাড়া হয়না’। মালদা সভা থেকে ভারত অপেক্ষা বাংলা উন্নয়নের পিছিয়ে কারণ দেখে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরো বলেন,’উন্নয়নের বদলে বাংলায় ১০০০ কোটির দুর্নীতি’। ‘দুর্নীতি করেছে তৃণমূল ভুগতে হচ্ছে বাংলার জনগণ’ বললেন নরেন্দ্র মোদি। রাজ্য সরকারের বিরুদ্ধে ওঠা বহুদিনের পুরনো দুর্নীতির মুখ খুলতেও দেখা গেল প্রধানমন্ত্রীকে। ভোটের আগেই সাধারণ মানুষের স্মৃতিশক্তিতে ঘি ঢেলে তিনি।