এখনই শেয়ার করুন।

মহরমের দিন খোদ কলকাতায় আক্রান্ত পুলিশ। শহরে আক্রান্ত কলকাতা পুলিশের এক কর্মী। মহরমের দিন শোভা বাজারে আক্রান্ত হলেন দেবাশীষ মন্ডল নামে কলকাতা পুলিশের এক কর্মী। জানা গিয়েছে কোনরকম অপ্রীতিকর বা বিশৃংখল ঘটনা যাতে না ঘটে তা দেখার জন্যই ডিউটি করছিলেন ওই পুলিশ কর্মী।

পুলিশের তরফে আটসাটো নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে কলকাতা জুড়ে। ধর্মীয় সম্প্রদায়ের মিছিল এবং কাজিয়া গুলিতে বিশেষভাবে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা পুলিশের তরফ থেকে। শোভাবাজারের বড়তলা থানা এলাকায় ঘটে যায় এই বিপত্তি। বুধবার নজরদারি চালানোর সময় এক মধ্যপ ব্যক্তির মারে গুরুতর আহত হয়েছেন ওই পুলিশকর্মী। অভিযুক্তকে গ্রেফতার করা হয় সাথে সাথেই। মহরমের দিন শোভা বাজারে আক্রান্ত হয়েছেন এই পুলিশ কনস্টেবল।

জানা গিয়েছে বুধবার তিনি নজরদারি চালাচ্ছিলেন ওই এলাকায় এমন সময় হঠাৎ করেই ওই মধ্যপ ব্যক্তির সঙ্গে বছসা বেধে যায় তার। সেই বচসা থেকে শুরু হয়ে যায় হাতাহাতি। সেই সময় ওই পুলিশকর্মী দেবাশীষ মন্ডল এর উপর মদের বোতল নিয়ে আক্রমণ করেন ওই মদ্যপ ব্যক্তি। তাতে ওই পুলিশকর্মীর মাথা ফেটে যায়। তার বাইক ক্ষতিগ্রস্ত হয়। পরে ওই ব্যক্তিকে গ্রেফতার করে শত:প্রণোদিত মামলা দায়ের করে পুলিশ!

গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বটতলা থানার পুলিশ! মহরম এর দিয়ে করা নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনায় সাময়িকভাবে ওই এলাকায় বন্ধ করে দেওয়া হয় মহররমের মিছিল।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *