এখনই শেয়ার করুন।

পবিত্র ঈদের নামাজে সওয়ারি ফিরহাদ হাকিম। প্রতি বছরের মতন এবারেও কলকাতার রেড রোডে ঈদের নামাজ শেষে শান্তির বার্তা দিলেন ফিরহাদ। জাতি ভেদাভেদ ধর্মীয় মেরুকরণের মাধ্যমে এই রাজ্যে ভোট করানো যাবে না ঈদের শান্তির দিনে এভাবেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের উদ্দেশ্যে বার্তা কলকাতার মেয়রের। বর্তমানে এজেন্সি দিয়ে ভোট করাতে চাইছে বিজেপি কিন্তু তাতে তৃণমূলের কিছু যায় আসবে না কটাক্ষ ফিরহাদের। এদিন নামাজ শেষে সমস্ত ধর্মপ্রাণ মানুষের উদ্দেশ্যে শান্তির বার্তা দিয়েছেন ফিরহাদ হাকিম।

পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করেছেন তিনি। ধর্মীয় ঐক্যের বার্তা দিয়ে সকলের সঙ্গে কোলাকুলি করেছেন ফিরহাদ। এদিকে রেড রোডের নামাজে উপস্থিত থাকতে দেখা যায় বাংলার মুখ্যমন্ত্রী কে। নামাজ শেষে সকলের উদ্দেশ্যে শান্তির বার্তা দিয়েছেন তিনি পাশে ছিলেন অভিষেক। বাংলায় তৃণমূলের লড়াইতে সবাইকে শামিল হওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর। কোন ভোট যেন বিজেপিতে না যায়, ধর্মীয় মঞ্চ থেকে এভাবেই রাজনৈতিক সুরের বার্তা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী।

এদিন কয়েক লক্ষ মানুষের জমায়েত হয়েছিল রেড রোডের নামাজে। কার্যত তিল ধারনের জায়গা ছিল না। মহিলা থেকে পুরুষ সকলকেই দেখা যায় ঈদের নামাজ পাঠ করে দোয়া এবং আখিরাত করতে। ক্যামেরার মুখোমুখি হয়ে ধর্মপ্রাণ মুসলিম পুরুষ ও মহিলারা জানিয়েছেন এই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষায় থাকি।

প্রতিবছর মুখ্যমন্ত্রীর এই ঈদের নামাজ পাঠ বিশেষ মাত্রা যোগ করে এই দিনটিতে। এদিন রেডরোড ঢাকা হয়েছিল কড়া নিরাপত্তার চাদরে। সামনেই ভোট আর ভোটমুখী লড়াই এর মাঝে ঈদের নামাজে শান্তির বার্তা মুখ্যমন্ত্রীর।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *