Shubo Vijaya, a cultural program organized by Bengal Media Club won everyone’s hearts with the performance of special children.
সংবাদ জনকণ্ঠ ডেস্ক : মঙ্গলবার বেঙ্গল মিডিয়া ক্লাবের সম্পাদক কৌশর আলী এবং তীর্থঙ্কর মুখার্জির উদ্যোগে আয়োজিত এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন এক ঝাঁক শিল্পী, কবি, সাহিত্যিক, এবং সাংবাদিকগণ। বেঙ্গল মিডিয়া ক্লাবের আমন্ত্রণে সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল কিছু “স্পেশাল শিশু ফুলের দল”। এই বিশেষ শিশুরা তাদের গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে প্রতিটি মানুষের হৃদয় ছুঁয়ে যায়।
এদিন বেঙ্গল মিডিয়া ক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সমস্ত শিল্পী এবং ক্লাবের সদস্য-সদস্যাদের মোমেন্টো ও সার্টিফিকেট প্রদান করে সম্মানিত করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মৃত্যুঞ্জয় বিশ্বাস, সুনন্দা বিশ্বাস, রঞ্জিত লুধিয়ানোই, রবিন দত্ত, অনুপল বিশ্বাস, কৌস্তব মজুমদার, মারসলিন চক্রবর্তী, সোমনাথ খাঁ, জিয়াউর রহমান, নরেন গুপ্ত (কলকাতা হাইকোর্ট), ডক্টর উৎসব দাস সহ আরো বিশিষ্ট গুণীজনেরা।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর পরিসমাপ্তির কিছুদিন পরেই বেঙ্গল মিডিয়া ক্লাবের সমস্ত সদস্যদের শুভ বিজয়ার শুভেচ্ছা বিনিময়ে আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠান। গোধূলি লগ্নে আলোকিত হয়ে উঠেছিল ক্লাবের সেই সন্ধ্যা। অনুষ্ঠানটি ক্লাব সদস্যদের ভালোবাসা ও একতার বন্ধনে আরও সুদৃঢ় করেছে।