Illegal chatter was arrested by Kolkata Police.
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেআইনি নিষিদ্ধ শব্দবাজি আটক করলো কলকাতা পুলিশ। গড়িয়ার মোড়ে নাকা চেকিং এ একাধিক ব্যক্তিকে বেআইনি শব্দবাজি সমেধ আটক করে কলকাতা পুলিশ। চম্পাহাটি থেকে নিষিদ্ধ শব্দবাজি কিনে নিয়ে যাচ্ছিলেন তিনি এবং গড়িয়ার মোড়ে কলকাতা পুলিশের নাকা চেকিংয়ে বাজেয়াপ্ত করা হয় প্রত্যেকের শব্দবাজি।
পাটুলি থানার পুলিশ নিষিদ্ধ বাজি সমে ত আটক করে একাধিক ব্যক্তিকে। বেআইনি যে সকল শব্দবাজি রয়েছে তা জমা রেখে শুধুমাত্র সবুজ বাজি অথবা গ্রীন ক্র্যাকার ফিরিয়ে দেওয়া হচ্ছে থানা থেকে। প্রশ্নের মুখে পড়ে এক ক্রেতা জানান জানান চম্পাহাটি থেকে তার অর্ডার ছিল বলে নিষিদ্ধ শব্দবাজি নিয়ে যাচ্ছিলেন। পাশাপশি, মহেশতলা থানার পুলিশ নুঙ্গী বাজারে আচমকা তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর বেআইনি বাজি আটক করেছে পুলিশ।