লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণের আগে কলকাতায় বিরাট রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।। নরেন্দ্র মোদির নির্বাচনী প্রচারের সময় শহরে যাতে নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা যায় তার জন্য বিশেষ ট্রাফিক এডভাইজারি জারি করেছে কলকাতা পুলিশ। এই মর্মে এর বিবৃতি জারি করে কলকাতা পুলিশ কমিশনার জনসাধারণের সুরক্ষা এবং সুবিধার কথা চিন্তা করে বিশেষ ট্রাফিক রুট নিয়ন্ত্রণ করে দিয়েছেন। গতকাল অর্থাৎ মঙ্গলবার বিকেল তিনটা থেকে রাত ৯ টা এবং বুধবার সকাল আটটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত মোদির সফর শেষ না হওয়া পর্যন্ত কলকাতার কিছু জায়গায় সব ধরনের পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
খিদিরপুর রোড, জে এন্ড এন আইল্যান্ড, রেড রোড আর আর এভিনিউ, এসপ্ল্যানেড ক্রসিং, শ্যামবাজার ৫. ক্রসিং, বিবাদীবাগ ইস্ট, ওল্ড কোট হাউস স্ট্রিটে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। বুধবার রাত দশটা পর্যন্ত রাজভবন এবং তার আশেপাশের সব ধরনের ভারী পণ্যবাহী যানবাহন চলাচল নিষিদ্ধ। ২৮ শে মে, মঙ্গলবার পশ্চিমবঙ্গে পৌঁছে গেছেন মোদী। আজ সকাল দশটায় কলকাতা রাজভবন থেকে বেরিয়ে গিয়েছেন তিনি। ১০:১৫ মিনিটে হেলিপেডে আসেন। ১০:৫০ মিনিটে মথুরাপুরে ল্যান্ড করে তার হেলিপ্যাড।
সকাল ১১ টায় কুলপিতে একটি জনসভা করছেন মোদি। মথুরাপুরে নির্বাচনী প্রচারে অংশ নিবেন। দুপুর ১২:৫০ মিনিটে বাংলা ছেড়ে উড়িষ্যা রওনা দেবেন মোদি। এই নির্দিষ্ট সময়ে কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজারের তরফ থেকে সবরকম শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আবেদন করা হয়েছে।